স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১৯ আগস্ট।। ফের পথ দুর্ঘটনায় আহত এক যুবক। ঘটনার বিবরনে জানা যায় আজ সন্ধ্যা আনুমানিক ৬ টা ৪৫ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কাকুলিয়া শালবাগান এলাকায় টি আর ০৩ ই ৫৯২৫ নম্বারের একটি বাইকসহ এক যুবক রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশে পড়ে রয়েছে।
এই রক্তাক্ত অবস্থায় যুবকটিকে দেখতে পেয়ে এলাকাবাসী জোলাইবাড়ী ফাঁড়ীতে খবর দেয়। ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী ফাঁড়ীর কর্তব্যরত পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করে।
জানা যায় আহত যুবক উত্তর জোলাইবাড়ীর বিজয় দাসের ছেলে রাকেশ দাস ( ২৩ )।দুর্ঘটনার সঠিক কারন এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।