স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ আগস্ট।। কেন্দ্রীয় সরকারের জাতীয় নয়া শিক্ষানীতির বিরুদ্ধে দেশজুড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় সরকার জাতীয় নয়া শিক্ষানীতি প্রত্যাহার করে নিলে আন্দোলন আরও বৃহত্তর ও আকার ধারণ করবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের কর্নেল চৌমুহনীতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে ৮ দফা দাবীতে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়েছে। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় সরকার দেশের ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি পাল্টে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
এ ধরনের চক্রান্ত কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। শিক্ষা বাঁচাও স্লোগানের তারা দেশজুড়ে আন্দোলন আরো জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
শিক্ষার ধর্মনিরেপক্ষ চরিত্র রাখার জন্য তারা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।বর্তমানে কেন্দ্রীয় সরকার যে নয়া জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে তার প্রতিবাদে গোটা দেশজুড়ে বিভিন্ন সংগঠনকে আন্দোলনে শামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।