মোহনপুর বাজারে চুরির ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৮ আগস্ট।। মোহনপুর বাজারে চুরির ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। বাজারের বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।লকডাউন চলাকালে চুরির ঘটনার বাড়বাড়ন্তে ব্যবসায়ীসহ স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

পরপর দোকানপাট এবং বাড়িঘরে চুরির ঘটনা ঘটে চললেও পুলিশের ভূমিকা নিরাশাজনক বলে স্থানীয় জনগণের অভিযোগ।চোরের দৌরাত্ম্য প্রতিহত করতে পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করলে এত বেশি সংখ্যায় চুরির ঘটনা ঘটত না বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন।পুলিশের নিষ্ক্রিয়তাকে পুঁজি করেই বাংলাদেশি চোরের দল সীমান্ত ডিঙিয়ে এসে মোহনপুর বাজারে প্রায়ই চুরির ঘটনা সংঘটিত করে চলেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।

পরপর বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোনো ক্ষেত্রেই পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরদের পাকড়াও করতে সক্ষম হয়নি। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসছেন।মোহনপুর বাজারসহ পার্শ্ববর্তীএলাকাগুলিতে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ীসহ স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।পুলিশ যথাযথ দায়িত্ব পালন না করলে স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা রাত জেগে পাহারা দিয়ে তাদের সম্পদ রক্ষা করতে বাধ্য হবেন বলেও তারা জানিয়েছেন।

াপুলিশ ও নিরাপত্তা বাহিনীর থাকতে স্থানীয় জনগণকে নিজেদের স্থাপন স্থাপন সম্পদ রক্ষার জন্য রাত জেগে পাহারা দিতে হলে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের অস্তিত্ব কোথায় সে নিয়েও প্রশ্ন উঠেছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ওই সব এলাকায় বসবাসকারী জনগণ এবং ব্যবসায়ীরা রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?