স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ আগস্ট।। রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল হাপানিয়া বাজারে সত্যনারায়ন গ্যাস এজেন্সিতে তালা ঝুলিয়ে দিল এনফর্সমেন্ট ডিপার্টমেন্ট এর লোকজনরা। হাপানিয়া সত্যনারায়ন ক্যাশ এজেন্সির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অনিয়মের অভিযোগ ওঠে ছিল। বিষয়টি এনফর্সমেন্ট ডিপার্টমেন্ট এর নজরে আনেন ভোক্তারা।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর লোকজনরা আজ হাঁপানিয়া বাজারে সত্যনারায়ন গ্যাস এজেন্সিতে দেন। হানা দিয়ে তারা অভিযোগের সত্যতা পান।জানা যায় হোম ডেলিভারির ক্ষেত্রে ভোক্তাদের কাছ থেকে যে টাকা আদায় করা হচ্ছে সেই টাকাই আদায় করা হচ্ছে হোম ডেলিভারির ক্ষেত্রে। এ ধরনের প্রামাণ্য তথ্য এনফোর্সমেন্ট এর লোকজনরা হাতেনাতে পান। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতে সত্যনারায়ন এজেন্সিতে তালা ঝুলিয়ে দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মকর্তারা।
অভিযোগকারী দলের কর্মকর্তারা জানান এ ধরনের অভিযান অন্যান্য গ্যাস এজেন্সিতেও অব্যাহত থাকবে। শুধুমাত্র গ্যাস এজেন্সি তাই নয় বিভিন্ন দোকানপাটে এনফোর্সমেন্ট বাহিনীর তল্লাশি তৎপরতা অব্যাহত থাকবে। ভোক্তারা যাতে কোনোভাবেই প্রতারণার শিকার না হন সেজন্যই এনফর্সমেন্ট বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে তারা জানিয়েছেন। কোথাও কোন ধরনের অনিয়ম নজরে আসলে এনফর্সমেন্ট বাহিনীকে খবর দেওয়ার জন্য তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা আরো জানান জনগণের সহযোগিতা ছাড়া এ ধরনের কাজে এনফর্সমেন্ট বাহিনীর একার পক্ষে সাফল্য অর্জন কিংবা স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয়।রাজ্য সরকার প্রশাসনিক ক্ষেত্রে যেমন স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করেছে ঠিক তেমনি ভোক্তা সাধারণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।