স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ আগস্ট।। মোহনপুরের হরিনাখোলায় একটি বাড়িতে মজুত রাখা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। জানা যায় হরিনা খোলার অর্জুন সরকারের বাড়িতে দুই বস্তা শুকনো গাজা মজুদ রাখা হয়েছিল। গাঁজাখুরি বাংলাদেশে পাচারের জন্য অন্য কোথাও থেকে এনে হরিনা খোলার অর্জুন সরকারের বাড়িতে রাখা হয়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে তারপর এলাকাবাসী বাড়িটি ঘিরে দেখে পুলিশকে খবর দেন।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সিধাই থানার পুলিশ ছুটে এসে হরিণখোলা অর্জুন সরকারের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে দুটি বস্তাভর্তি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। গাঁজা উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিক অর্জুন সরকারকে জানতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় অর্জন সরকারের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গৃহীত হয়েছে। পুলিশ অভিযুক্ত অর্জন সরকারকে গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। প্রাথমিক তদন্ত শেষে সিধাই থানার পুলিশ জানিয়েছে অন্য কোথাও থেকে গাজা গুলো অর্জন সরকারের বাড়িতে এনে মজুদ করা হয়েছিল।আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার এর জন্যই গাজা সেখানে মজুত রাখা হয়েছিল বলে পুলিশের অনুমান।
পুলিশ আরো জানিয়েছে স্থানীয় জনগণের প্রয়াসেই পুলিশ ওই বাড়ি থেকে গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর কৃতিত্ব এলাকার সচেতন নাগরিকদের বলেও পুলিশ জানিয়েছে।নেশা পাচারসহ যেকোনো ধরনের পাচার বন্ধ করতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণকে সচেতন থাকার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। জনগণ সচেতন থাকলে নেশা পাচার বাণিজ্যসহ অন্যান্য হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে বলে মনে করে পুলিশ। এ ধরনের অপরাধ প্রবণতা বন্ধ করার ক্ষেত্রে জনগণের সহযোগিতা খুবই জরুরি বলেও উল্লেখ করেছে অভিযানকারী পুলিশ দল।