স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৬ আগস্ট।। মাছের পোনা বিতরণের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ। কুলাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কুলাই এলাকার বেনিফিসারীদের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়। আর এই মাছের পোনা বিতরণ নিয়েই উঠে অভিযোগ।
মাছের পোনা প্রদানের ক্ষেত্রে প্রকৃত বেনিফিসারীদেরকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। জানা যায় মোট ৭৭ জন বেনিফিসারীর মধ্যে ২৮ হাজার মাছের পোনা বিতরণ করা হয়। কিন্তু এক্ষেত্রে উঠে অভিযোগ।
যাদের এই মাছের পোনা বিতরণ করা হয়েছে তার মধ্যে অনেকেরই পুকুর নেই পঞ্চায়েত এলাকায়। তারপরও তারা বেনিফিসারী হিসেবে মাছের পোনা পেয়েছে। এনিয়ে ক্ষোভ ছড়ায় গোটা পঞ্চায়েত এলাকায়।এই বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা দাস জানান ২৮ হাজার মাছের পোনা বিতরণ করা হয়েছে৷
৭৭ জন বেনিফিসারীর মধ্যে। এই মাছের পোনার তালিকাটি তৈরি করা হয় পঞ্চায়েতের বোর্ড বসে। বোর্ড সিদ্ধান্ত নেয় তাদের মাছের পোনা দেওয়ার জন্য। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মাছের পোনাগুলো বিতরণ করা হয়েছে।