বিজেপি ও আইপিএফটির সংঘর্ষে উত্তেজনা তৈদু বাজারে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ আগস্ট।। শনিবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিনে আবারো উত্তপ্ত হয়ে উঠলো অমরপুর মহকুমার তৈদু বাজার। মূলত দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এইদিন তৈদু বাজারে উত্তেজনা ছড়ায়।

ঘটনার বিবরণে জানা যায় এইদিন তৈদু বাজার কমিটির মিটিং ছিল। সেই মোতাবেক বাজার কমিটির সদস্যরা মিটিং-এ বসে। এরই মধ্যে কিছু বহিরাগত স্থানীয় বিজেপি পার্টি অফিসে হামলা চালায়। বিজেপি পার্টি অফিস ভাংচুরের পাশাপাশি পার্টি অফিসের সামনে রাস্তার পাশে থাকা বেশকিছু বাইকে অগ্নিসংযোগ করে দেওয়া হয়।

 

বহিরাগতরা টির, লাঠি, গুলতি ইত্যাদি নিয়ে হামলা চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনে বাজারে আসা নিরীহ মানুষকে লক্ষ্য করে ঐ বহিরাগত আইপিএফটি কর্মীরা ঢিল ছুটে থাকে। যদিও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। উত্তেজিত জনতাকে ছত্র-ভঙ্গ করতে পুলিশের এইদিন কালঘাম ঝরাতে হয়।

বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। জেলা আরক্ষা দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে গেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?