স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। শুক্রবার মহারানি তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ৯৪ তম রাজ্য ভিত্তিক সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
তিনি বক্তব্য রেখে বলেন, করোনা আশঙ্কায় রাজ্যে জাঁকজমকভাবে কবি সুকান্তের জন্মজয়ন্তী উদযাপন করা সম্ভব হচ্ছে না। তারপরও সংক্ষিপ্ত আকারে কবি সুকান্তকে স্মরণ করা হচ্ছে। কারণ তিনি ছিলেন বাংলা সাহিত্যে খ্যাতনামা কবি। ২১ বছর বয়সে বাংলা বিষয়ে তিনি খ্যাতনামা কবি হয়ে উঠেন। আর তিনি কম বয়স থেকেই ছাত্র আন্দোলনে যোগ দেন।
তিনি ছিলেন সততাবান এবং নিষ্ঠাবান। সামাজিক দায়বদ্ধতা নিয়ে সবসময় চলতেন। মানবিকতার দিকে তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁর প্রতিটি কবিতায় চেতনা খুজে পাওয়া যায়। অন্যায় অবিচার নিয়ে তিনি সর্বদা প্রতিবাদ করেছেন বলে জানান তিনি। আরো বলেন, মানুষের মধ্যে সততা থাকলে সাফল্যের শিখরে পৌঁছানোর সম্ভব, তা তিনি করে দেখেছেন।
আর সেই দিশায় ছাত্রছাত্রীরা এগিয়ে গেলে বঞ্চনা, অন্যায়, অবিচার, শোষণ থেকে সমাজ মুক্ত হবে। এক শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে উঠবে। এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নন্দন সরকার, স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান সহ অন্যান্যরা।