স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। করোনা টেস্টের সময় শিশুর মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত করা, রাজ্যে কোভিড সেন্টারগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা এবং করোনা মোকাবিলায় রাজ্যবাসীকে সঠিক পরিষেবা প্রদান করা সহ একাধিক দাবিতে শুক্রবার সদর মহিলা কংগ্রেসের পক্ষ থেকে গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে অধিকর্তা ডা: দিব্যেন্দু বিকাশ দাসের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
পরে পশ্চিম লোকসভা মহিলা কংগ্রেসের চেয়ারম্যান দেবজানি লস্কর জানান, রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। কিন্তু এই মুহূর্তে রাজ্যে স্বাস্থ্য দপ্তরের করুণ দশা। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর সহ একাধিক পদে দায়িত্ব নিয়ে স্বাস্থ্য দপ্তরে পুরোপুরি উদাসীনতার ভূমিকা পালন করে চলেছে। মুখ্যমন্ত্রী কোভিড সেন্টার পরিদর্শনে না গিয়ে তিনি ফ্ল্যাটের শিলান্যাস করছেন।
ফলে রাজ্যের কোভিড সেন্টারগুলি বেহাল দশায় পরিণত হয়ে আছে। সঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে না। আর এ বিষয়টি নিয়ে যখন রাজ্যে গর্ভবতী মহিলা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্যা কথা উত্থাপন করেছিলেন, তখন সে মহিলার সমস্যার কথা শুনে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন পাবলিসিটি স্টান্টের জন্য গর্ভবতী মহিলা এমনটা করেছেন। মন্ত্রীকে ধরনের বক্তব্য তীব্র নিন্দা দায়ক বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সম্প্রতি ৩ দিনের এক শিশুর জিবি হাসপাতালে করোনা নমুনা সংগ্রহের সময় মৃত্যু হয়েছে। অনভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করাতে এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, এ ধরনের ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা জরুরি। ডেপুটেশন প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের অর্চনা কর, রেখা চক্রবর্তী প্রমূখ।