স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। সম্প্রতি সর্বভারতীয় একটি টিভি চ্যানেলে একটি টকশো হয়। সেই টকশো-তে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র ও কংগ্রেস দলের এক নেতৃত্ব অংশ গ্রহণ করে।
টকশো শেষ হওয়ার পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস দলের ঐ নেতৃত্ব। পরবর্তী সময় ওনার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এইবার ময়দান গরম করতে চাইছে যুব কংগ্রেস। সংগঠনের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে এইদিন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা করা হয়।
যেখানে ঐ কংগ্রেস নেতৃত্বর মৃত্যুর জন্য দায়ি করা হয়েছে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রকে। এইদিন প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা পশ্চিম আগরতলা থানায় গিয়ে এই মামলা দায়ের করে। নেতৃত্বে ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস।