জনগণ ও বিএসএফের মধ্যে সংঘর্ষে আহত ৩, কদমতলা সীমান্তে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, কদমতলা, ১১ আগস্ট।। কদমতলা থানাধীন প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের ইছাইরপার ভারত বাংলাদেশ সীমান্তে সোমবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় জনগণ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে সংঘর্ষের ফলে আহত হয় ৩ জন।

আহতদের অভিযোগ সোমবার রাতে নিজের ঘরের পিছনে ৪০ বছরের এক মহিলা প্রাকৃতিক কাজ সারতে গেলে বিএসএফের এক জওয়ান ওই মহিলার হাত ধরে টানাটানি করে। তখন ঐ মহিলার চিৎকার শুনে বাড়ির অন্যান্য লোকজন ঘর থেকে বেরিয়ে ঘটনার প্রতিবাদ করলে বিএসএফের ২৫ থেকে ৩০ জনের একটি দল এলোপাতাড়ি মারপিট ও গ্যাস গান দিয়ে গ্যাস ছুঁড়ে বলে অভিযোগ।

এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয় কামাল উদ্দিন, মাসুক মিয়া ও মুসলিমা বেগম নামে তিনজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তী সময় দুইজনকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা ইছাইরপার এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে।

পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। ঘটনার বিষয়ে কদমতলা থানার পুলিশ ও ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার মুখ খুলতে নারাজ। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?