স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। ১৫ আগস্ট দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজধানীর আসাম রাইফেল ময়দানে।
তবে এই বছর করোনা ভাইরাসের প্রকোপের কারনে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের কাটছাঁট করা হয়েছে। মূল অনুষ্ঠানে অন্যান্য বারের ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে না। তবে রেকর্ডিং অনুষ্ঠান পরিবেশন করা হবে। এই বছর কুচ কাওয়াজও প্রদর্শন করা হবে না। বর্তমানে আসাম রাইফেল ময়দানে চলছে জোর কদমে প্রস্তুতি।
অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। প্যারেড প্রদর্শনের ক্ষেত্রেও প্লেটুনের সংখ্যা কমিয়ে নেওয়া হয়েছে এই বার। ত্রিপুরা পুলিশ, টিএসআর, আসাম রাইফেল সহ মোট ১০ টি প্লেটুন অংশগ্রহণ করবে। যে সকল প্লেটুন অংশ গ্রহণ করবে, তারা বর্তমানে আসাম রাইফেল ময়দানে প্রস্তুতির কাজ সেরে নিচ্ছে।
এইবার রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানে দর্শকাশনে দর্শকও অন্যান্য বারের তুলনায় কম থাকবে। সব মিলিয়ে করোনা ভাইরাসের জেরে এইবছর সংক্ষিপ্ত ভাবে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হবে রাজ্য স্তরে।