স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ আগস্ট।। পান রসিকদের পান ছাড়া এক বেলাও চলে না । আর সেই পান খেয়ে আড্ডায় বসে গল্প গুজব করার মজাও আলাদা রকমের হয়।
শুধু তাই নয় সামাজিক অনুষ্ঠান বিয়েও এই পান দিয়ে শুরু হয়। কিন্তু বর্তমানে করোনার প্রকোপের জেরে পান চাষিরা পড়েছে বেকায়দায়। এইবার পানের ফলন ভালো হলেও বাজারজাত করতে না পারায় পানের সঠিক মূল্য পাচ্ছেন না পান চাষীরা। তেলিয়ামুড়া মহকুমার নেতাজীনগর এলাকার কয়েকজন পানচাষি দীর্ঘদিন ধরে পান চাষ করে সংসার চালাচ্ছেন।
কিন্তু করোনার প্রকোপের জেরে এই পান চাষীরা পানের সঠিক মূল্য পাচ্ছে না বর্তমানে। ফলে এই পান চাষিরা কিভাবে সংসারের চাকা সচল রাখবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তবে যে পরিমাণ পানের ফলন বেড়েছে, যদি তারা সেই পান সঠিকভাবে বাজারজাত করতে পারেন তাহলে তারা হয়তোবা কিছু একটা লাভের মুখ দেখতে পারবেন। এমনটাই আশা ব্যক্ত করেন এক পান চাষী।