স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ আগস্ট।। রাজধানীর বড়জলা টিআরটিসি সংলগ্ন এলাকায় রয়েছে আগরতলা পুর নিগমের একটি গ্যারেজ। একটা সময় আগরতলা পুর নিগমের যে সকল যান বাহন বিকল হয়ে যেত সেইগুলিকে এই গ্যারেজে সারাই করা হতো।
অভিযোগ বর্তমানে এই গ্যারেজটি ডাম্পিং স্টেশনে পরিণত রয়েছে। আর সেখান থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে পার্সবর্তি এলাকার বাড়ি ঘরে মানুষ থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকার মানুষদের মধ্যে। এই নিয়ে স্থানীয়রা মঙ্গলবার সেই গ্যারেজে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ বর্তমানে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা ছোট গাড়িতে করে সংগ্রহ করে সেই গ্যারেজে নিয়ে যাওয়া হয়।
সেখানে ছোট গাড়ি থেকে নোংরা আবর্জনা গুলি বড় গাড়িতে লোড করা হয়। এতে করে পার্শ্ববর্তি বাড়ি ঘরে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। তাই তাদের দাবি এলাকায় যেন দুর্গন্ধ না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।