স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ আগস্ট।। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে এবছর আগরতলা কৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব হচ্ছে না। কৃষ্ণ মন্দির কমিটির কর্মকর্তারা এ বিষয়ে যাবতীয় তথ্য জানিয়েছেন। শ্রীকৃষ্ণ মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা জানান করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে এবছর কোনভাবেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা সম্ভব নয়।
ভক্তবৃন্দদের বাড়ি ঘরে ভক্তিভরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে আহ্বান জানানো হয়েছে। মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা জানান শ্রীকৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী পালনের উদ্যোগ গ্রহণ করা হলে ব্যাপক জনসমাগম হবে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে জনসমাগম করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে।
জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এ বছর জন্মাষ্টমী পালন করা থেকে বিরত রয়েছে মন্দির পরিচালনা কমিটি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী বছরে যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে বলে তারা জানিয়েছেন। ধুমধাম করে জন্মাষ্টমী তিথি পালন না করা হলেও মন্দিরে আভ্যন্তরীণ হবে জন্মাষ্টমী পালন করা হবে বলেও জানিয়েছেন পরিচালন কমিটির কর্মকর্তারা।
তবে এ ক্ষেত্রে কোন ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন করা হবে না। মন্দিরে ভক্তদের সমাগম ঘটতে দেওয়া হবে না। সরকারি বিধি নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি ছোট আকারে পালন করা হবে।