স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ আগস্ট।। কোভিড ১৯ এর সুযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ২৯ জুলাই নতুন জাতীয় শিক্ষা নীতি গ্রহণ করেছে। আর এই শিক্ষানীতি অতি কেন্দ্রিক। আর এই শিক্ষানীতি দ্বারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সমস্ত নিয়ম কানুন পরিবর্তন করে দিয়েছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক নীতি।
এই নীতি পাশ করার পূর্বে রাজ্যগুলিকেও জানানো হয়নি। অথাৎ কেন্দ্রীয় সরকার শিক্ষাক্ষেত্রে এই অগণতান্ত্রিক নীতির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই দেশবাসীকে অবগত করেছে। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই শিক্ষানীতিকে প্রত্যাহার করার জন্য দাবি তুলে এমনটাই জানান জয়েন্ট ফোরাম ফর মাভমেন্ট অন এডুকেশনের রাজ্য চ্যাপ্টারের কনভেনরস ড. মিহির লাল রায়।
আর সরকারের এই সিদ্ধান্তের জন্য দেশের শিক্ষাবিদদের মতামত নেওয়া হবে জয়েন্ট ফোরাম ফর মাভমেন্ট অন এডুকেশনের পক্ষ থেকে বলে জানান তিনি। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন গোপ, সঞ্চিতা রিয়াং সহ অন্যান্যরা।