স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ আগস্ট।। রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য আকাশছুঁয়া। রাজধানীর বিভিন্ন বাজার গুলিতেও একই অবস্থা। কোথাও কোথাও ক্রেতাদের পকেট কাটছে বিক্রেতারা। এই ধরনের অভিযোগ ভুরি ভুরি।
এই পরিস্থিতিতে খাদ্য ও জনসংভরন দপ্তর থেকে বাজার গুলির উপর নজরদারি চালানোর একটি যৌথ টিম গঠন করে দেওয়া হয়। এই যৌথ টিমে খাদ্য দপ্তরের আধিকারিকদের পাশাপাশি ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরাও রয়েছে। এই যৌথ টিম শুক্রবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার ও মঠচৌমুহনী বাজারে অভিযান চালায়। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য খতিয়ে দেখা হয়। এইদিন একটি সরকারী ন্যায্য মূল্যের দোকানের অভিযান চালানো হয়।
সেখানে কিছুটা ত্রুটি ধরা পড়ার পর সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি একটি বিলেতি মদের দোকানেও অভিযান চালানো হয়। সেখানে ধরা পরে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখা হয়। সেই দোকান মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওজন ও পরিমাপ দপ্তরের ইন্সপ্যাক্টর সৌভিক বর্ধন রায় জানান এইদিন একটি দোকানের ওজন পরিমাপের মেশিনে ত্রুটি ধরা পড়েছে।
তাই সেই মেশিনটি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও একটি সরকারী ন্যায্যমূল্যের দোকান ও একটি বিলেতি মদের দোকানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।