অফিস লেনে সিআইটিইউ’র প্রতিবাদ আন্দোলনে পুলিশের বাধা, উত্তেজনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ আগস্ট৷৷ আবারও রাজধানী আগরতলা শহরে অফিস লেনে সিআইটিইউ’র প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে বাধা দিলো পুলিশ৷ তাদের প্রস্তাবিত আন্দোলন বানচাল করে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

সিআইটিইউ’র সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে পুলিশের ভূমিকা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই রাজ্যে বারবার বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার হরনের চক্রান্ত করা হচ্ছে৷ সিআইটিইউ বুধবার অফিস লেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিল৷

কিন্তু তাদের শান্তি প্রিয় আন্দোলন কর্মসূচি পুলিশের বাধাদানে ভেস্তে গেছে৷ মানিক বাবু অভিযোগ করেছেন, শাসক দল করোনা সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে৷ কেউ তাদের বাধা দিচ্ছে না৷ অথচ বিরোধী দলের শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনের উপর দমনপীড়ন চালাচ্ছে পুলিশ৷ এদিন পুলিশের ভূমিকা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানিক দে৷ তিনি বলেন, বিভিন্ন দাবিতে মানুষের স্বার্থে তারা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিলেন৷

বারবার তাদের আন্দোলন কর্মসূচি বানচান করে দেওয়ার ঘটনাকে অনভিপ্রেত বলে আখ্যায়িত করেছেন তিনি৷ এই ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে বিরোধীরা মুখ খুলে কোনো কথা বলতে পারবে না বলে তিনি মন্তব্য করেন৷

এই ধরনের একনায়কতান্ত্রিক মানসিকতা ত্যাগ করে গণতান্ত্রিক মানসিকতা নিয়ে কাজ করার জন্য সরকার প্রতি আবেদন জানিয়েছেন তিনি৷ আন্দোলন কর্মসূচিতে সিআইটিইউ’র রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?