স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। করোনা আক্রান্ত গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের জন্য বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। জি বি হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় ওই ওয়ার্ড আজ চালু করা হয়েছে। শুধু তাই নয়, গর্ভবতী মহিলাদের আজ বিশেষ খাবারের প্যাকেট দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-র প্রকোপ বৃদ্ধির সাথে গর্ভবতী মহিলারাও করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, করোনা আক্রান্ত মহিলা-র চিকিৎসায় স্বাস্থ্য কর্মী-রাও আক্রান্ত হয়েছেন। তবে, ঝুঁকি নিয়েও ত্রিপুরায় চিকিৎসক এবং সেবিকারা সন্তান প্রসবের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন।
সম্প্রতি, জনৈকা করোনা আক্রান্ত গর্ভবতী মহিলা সন্তান প্রসব করেছেন। তাছাড়া, দিন তিনেক পূর্বে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে গর্ভবতী মহিলা অব্যবস্থা দেখে তুলকালাম বাঁধিয়েছিলেন। শুধু তাই নয়, ইতিপূর্বে সদ্যজাত সন্তান সহ জন্মদাত্রী মায়েদের ওই কোভিড কেয়ার সেন্টারে রাখতে ঝামেলায় মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে।
পরিস্থিতি-র গুরুত্ব দেখে ত্রিপুরা সরকার করোনা আক্রান্ত গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের জন্য পৃথক ওয়ার্ড চালু করেছে। যুদ্ধকালীন তৎপরতায় আজ ওই ওয়ার্ড চালু করা হয়েছে। এখন থেকে করোনা আক্রান্ত গর্ভবতী ও স্তন্যদায়ী মহিলারা ওই ওয়ার্ডে চিকিৎসা পাবেন।