স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। রাজধানীর ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার ও হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে সরকারী কাজে বাধা ও চিকিৎসকের সাথে খারাপ আচরণ করার অভিযোগে মঙ্গলবার মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায় কিছু দিন পূর্বে হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন এক রোগী পা পিছলে পড়ে আহত হয়। ঘটনার দিন রাতেই ঐ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে চিকিৎসাধীন দুই ব্যক্তি চিকিৎসকের সাথে খারাপ আচরণ করে এবং সরকারী কাজে বাধা দেয়।
তার কিছুদিন পরে ভগৎ সিং কোভীড কেয়ার সেন্টারে পশ্চিম জেলার মেডিক্যাল অফিসার ডাক্তার সঙ্গীতা চক্রবর্তীর সাথে দুর্ব্যবহার করে সেখানে চিকিৎসাধীন কয়েকজন ব্যক্তি। পরে তাদেরকে সিসি ক্যামেরার ছবি দেখে চিহ্নিত করা হয়। দুইটি ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর ভগৎ সিং কোভীড কেয়ার সেন্টারের ঘটনায় অভিযুক্ত চারজন এবং হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারের ঘটনায় অভিযুক্ত দুইজন সুস্থ হওয়ার পর তাদেরকে এডিনগরস্থিত RSTI-তে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয় ৭ দিনের জন্য। ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারের ঘটনায় অভিযুক্ত অভিজিৎ দাস ও বিজয় দাসকে আমতলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে ভগৎ সিং কোভীড কেয়ার সেন্টারের ঘটনায় অভিযুক্ত বিশ্বজিৎ দাস, মিলন দাস, কর্ণজিৎ দে ও রনজিৎ সাহাকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযুক্তদের এইদিন পুলিশের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান অভিযুক্তদের বিরুদ্ধে দুর্যোগ মোকাবেলা আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এইদিকে অভিযুক্তদের মঙ্গলবারই আদালতে সোপর্দ করেছে পুলিশ।