স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। মঙ্গলবার শিক্ষা ভবনে সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইন পোর্টাল এবং মানসিক অবসাদগ্রস্ত ছাত্র-ছাত্রীদের জন্য কল সেন্টারে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। পরে মন্ত্রী রতন লাল নাথ জানান, উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর ছাত্র-ছাত্রীদের সাধরন ডিগ্রী কলেজে ভর্তি হওয়ার জন্য কলেজগুলিতে ছোটাছুটি করতে হতো। এমনকি প্রায় সময় ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি নিয়ে দলবাজিও হতো। কিন্তু উচ্চ শিক্ষা দপ্তর উদ্যোগে অনলাইন পোর্টালের সূচনার ফলে এখন আর ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার জন্য ছোটাছুটি করতে হবেনা কলেজগুলিতে।
এমনকি কোন ছাত্র-ছাত্রীদের ভর্তি নিয়ে দলবাজি করতে পারবে না। নম্বরের ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। আর ভর্তির জন্য ঘরে বসে ফর্ম পূরণ করতে পারবে ছাত্র-ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা সাধরন ডিগ্রি কলেজে ভর্তির জন্য রাজ্যের যে কোন ৬ টি কলেজ পছন্দ করতে পারবে। আর কোন কলেজে কয়টি আসন রয়েছে সমস্ত কিছু অনলাইনে দেখতে পারবে বলে জানান তিনি। এতে সরকারের প্রতি শিক্ষার্থী ক্ষেত্রে ২৬ টাকা খরচ হবে।
তিনি আরো বলেন, দীর্ঘ কয়েক মাস যাবত করোনা মোকাবিলার জন্য লকডাউন হয়েছে রাজ্যে। তাই এবছর রাজ্য সরকার পক্ষ থেকে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন ফি নেওয়া হবে না। তবে বিশ্ববিদ্যালয় এবং ট্রেজারি বিষয়টি সরকারের হাতে নেই। সুতরাং এতে অনেকটা উপকৃত হবে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকমহল।
শ্রীনাথ আরো জানান, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের যাতে অবসাদে ভুগতে না হয়, তার জন্য এদিন কল সেন্টারের শুভ উদ্বোধন করে বলেন। মঙ্গলবার থেকে এই কল সেন্টারের ছাত্রছাত্রীরা ফোন করে নিজের যে কোনো পড়ার বিষয় জানতে পারবে।
আর ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করতে ২৪ জন শিক্ষক শিক্ষিকা থাকবে কল সেন্টারে। ৪ জন চিকিৎসক রাখার ব্যবস্থা করা হচ্ছে। মানসিক বিশাদ দূর করতে চিকিৎসকেরা সহায়তা করবে। কল সেন্টারে ফোন করে ছাত্রছাত্রীদের সহযোগিতা নিতে কোন স্মার্টফোন, ল্যাপটপ অথবা টিভি প্রয়োজন নেই। সাধারণ মোবাইল ফোনের মাধ্যমে তারা কল সেন্টারে ফোন করে সুবিধা নিতে পারবে।
সরকারের মূল উদ্দেশ্য হলো সরকারি দপ্তরে ডিজিটাইজেশন করার বলে জানান মন্ত্রী শ্রী নাথ। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, উচ্চ শিক্ষা দপ্তরের সচিব সাজু ওয়াদি, শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা সহ-দপ্তর অন্যান্যরা।