স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ আগস্ট।। করোনা মোকাবেলায় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বেশকয়েকদিন রাজ্যে লাগু ছিল লকডাউন। মঙ্গলবার ভোর ৫ টায় লকডাউন শেষ হয়। তবে কন্টেইনমেন্ট এলাকা গুলিতে ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন লাগু থাকবে।
বাকি এলাকাগুলিতে লকডাউন না থাকলেও লাগু রেয়েছে বেশকিছু বিধি নিষেধ। আর সেই বিধি নিষেধ মেনেই মঙ্গলবার থেকে রাজধানীর চন্দ্রপুরস্থিত আইএসবিটি থেকে যান চলাচল শুরু হয়। এইদিন তেলিয়ামুরার উদ্দেশ্যে বেশকিছু বাস গাড়ি চন্দ্রপুরস্থিত আইএসবিটি থেকে যাত্রী নিয়ে যায়। আবার তেলিয়ামুরা থেকেও যানবাহন চন্দ্রপুরস্থিত আইএসবিটি-তে আসে।
এক যাত্রী জানান প্রতি সিটে একজন করে যাত্রী বসানো হচ্ছে ফলে আগরতলা থেকে তেলিয়ামুড়া বাসে প্রতিযাত্রীর কাছ থেকে ৬০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। অপরদিকে বাস গাড়ির এক চালক জানান আগের ন্যায় যাত্রী নেই। ফলে এক প্রকার লোকসানে গাড়ি চালাতে হচ্ছে।