স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ আগস্ট ।। অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে ভগৎ সিং কোভিড সেন্টার। এখানে কোন সুস্থ মানুষ থাকতে পারবেনা। বাথরুমের অবস্থাও খুবই খারাপ। এভাবেই এক করোনা আক্রান্ত সাত মাসের গর্ভবতী মহিলা তার সোশ্যাল মিডিয়ায় ভিডিয় বার্তায় অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন যে তিনি গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আইজিএম হাসপাতালে পেট বেথা নিয়ে যায়। তখন তার করোনা টেস্ট করা হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাকে ভগৎ সিং কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওনাকে নিয়ে গিয়ে প্রায় চারঘন্টা অ্যাম্বুলেন্স এ বসিয়ে রাখে। কোভিড সেন্টার খোলা হয়নি বলে তিনি অভিযোগ করেন। তারপর শেষ মেশ তাকে ঢোকানো হয়।
এই গর্ভবতী মহিলা ভিডিয় বার্তায় আরো অভিযোগ করে বলেন সময়মত খাবার পর্যন্ত দেওয়া হয়না। কি করে মানুষ এখানে বেঁচে থাকবে। তিনি কন্যায় ভেঙে পড়ে বলেন যে আমার মধ্যে যে বাচ্চাটা আছে সে তো কষ্ট পাচ্ছে। তার কথা আমার চিন্তা হচ্ছে।
তাই আমি চাইছি রাজ্য সরকার যাতে অতি সত্বর এই বিষয়ে হস্তক্ষেপ করে। নাহলে ভালো মানুষ এখানে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়বেন বলে তিনিঁ ভিডিও বার্তায় জানান।