স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১ আগস্ট।। অবশেষে কুমারঘাটে আসাম আগরতলা জাতীয় সড়ক নির্মাণকাজ বন্ধ রাখল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা। জানা যায় গত বৃহস্পতিবার, লকডাউন চলাকালে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কুমারঘাট বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিল। প্রায় সন্ধ্যা নাগাদ এক এম্বুলেন্স চালক ঝামেলার সূত্রপাত করে । কোন রোগী ছাড়া খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্স চালক।
নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকরা বলেছিল পাশ দিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়ার জন্য। তা নিয়েই বিবাদের সৃষ্টি হয়। অ্যাম্বুলেন্স চালক শ্রমিকদের কোন কথাই শুনতে রাজি হয়নি। এ নিয়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। কিছুক্ষণ বাদে ওই অ্যাম্বুলেন্স চালক আরো বেশ কিছু সংখ্যক মোটর শ্রমিককে সঙ্গে নিয়ে এসে জাতীয় সড়ক নির্মাণ কাজে নিযুক্ত একজন ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের ওপর হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
এ ব্যাপারে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছিল ঠিকাদারি সংস্থা। কিন্তু অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক এবং অন্যান্য হামলাকারীদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। সুষ্ঠু বিচার না পাওয়ায় এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা শ্রমিকরা জাতীয় সড়কের কাজ বন্ধ করে দেয়। ফলে জাতীয় সড়ক নির্মাণকাজ এক অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। উল্লেখ্য অ্যাম্বুলেন্স চলাচল যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি জাতীয় সড়ক মেরামতের কাজ কম গুরুত্বপূর্ণ নয়।
এ ধরনের গুরুত্বপূর্ণ কাজে বাধাদান এবং হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।জাতীয় সড়ক নির্মাণ কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ।