স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১ আগস্ট।। শনিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানা এলাকার চামটিলায় একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সূত্রে জানা গেছে মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে পানিসাগর থানার পুলিশ শনিবার সকালে পানিসাগর থানা এলাকার চামটিলায় গণেশ নাথের বাড়িতে হানা দেয় পানিসাগর থানার পুলিশ।
মহকুমা পুলিশ আধিকারিক এর কাছে খবর ছিল গণেশ নাথের বাড়িতে বেআইনিভাবে প্রচুর পরিমাণ বিলেতি মদ মজুদ রাখা হয়েছে। সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক তার বাড়িতে হানা দেন। সাত সকালে বাড়িটি কটন করে হানা দিয়ে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
মহাকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানিয়েছেন ওই বাড়ি থেকে ৪০ কার্টন বিলেতি মদ উদ্ধার হয়েছে। মদ গুলি মেঘালয় এ তৈরি বলেও তিনি জানিয়েছেন। মদের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। এব্যাপারে বাড়ির মালিক গনেশ নাথের বিরুদ্ধে পানিসাগর থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে।
পাঁচ লক্ষাধিক টাকার বিলেতি মদ উদ্ধার করা সম্ভব হলেও বাড়ির মালিক গনেশ নাথকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের গতিবিধি লক্ষ্য করে গণেশ নাথ পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পানিসাগর থানার পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেআইনিভাবে মজুদ রাখা বিলেতি মদ উদ্ধারের সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।