স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১ আগস্ট।। কৈলাসহরে এক অবসরপ্রাপ্ত শিক্ষক এক লক্ষ টাকা পেয়ে ফেরত দিয়ে সততার অনন্য নজির গড়লেন। বিশিষ্ট নাগরিক ও অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নাম শংকর হালদার। সংবাদ সূত্রে জানা গেছে কৈলাশহর এর এক আইনজীবী প্রদীপ কুমার দেব ব্যাংক থেকে১ লক্ষ টাকা তুলে বাড়িতে ফিরছিলেন।
পাঁচশত টাকার দুটি বান্ডেলে মোট এক লক্ষ টাকা ছিল। কৈলাশহর বাজারের উপর দিয়ে যাওয়ার সময় কোন সময় তার হাত থেকে টাকার ব্যাগটি পড়ে যায় তা তিনি বুঝতে পারেননি। একলক্ষ টাকা সহ হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি পান বিশিষ্ট নাগরিক অবসরপ্রাপ্ত শিক্ষক শংকর হালদার। এদিকে এক লক্ষ টাকা হারিয়ে রীতিমত দিশেহারা আজ বি দিপক কুমার দেব।
এক লক্ষ টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি মাইক যোগে প্রচার করে কোন সহৃদয় ব্যক্তি টাকা পেয়ে ফেরত দিলে কৃতজ্ঞ থাকবেন বলে প্রচার করেন। এরইমধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক শংকর হালদার এক লক্ষ টাকা সহ ব্যক্তি নিয়ে কৈলাসহর থানায় উপস্থিত হন । কৈলাশহর থানার ওসি পার্থ মুন্ডার কাছে টাকার ব্যাগটি তুলে দিয়ে উপযুক্ত ব্যক্তিকে প্রমাণ সাপেক্ষে টাকাসহ টাকার ব্যাগটি ফেরত দিতে অনুরোধ জানান।
সঙ্গে সঙ্গে কৈলাশহর থানা থেকে খবর দেওয়া হয় আইনজীবী প্রদীপ কুমার দেবকে। প্রদীপ বাবু জানান ব্যাংক থেকে নিজের প্রয়োজনে এক লক্ষ টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। তখনই কৈলাসহরে টাকার ব্যাগটি হাত থেকে পড়ে যায়। প্রদীপ বাবার বাবুর দেওয়া তথ্যের সঙ্গে টাকা হুবহু মিলে যায়। টাকাগুলো আইনজীবী প্রদীপ কুমার দেব এর হাতে তুলে দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে খুশিতে আপ্লুত আইনজীবী প্রদীপ কুমার দেব। সমাজে এখনো যে মানবদরদী এবং সৎ মানুষ রয়েছেন এই ঘটনার মধ্য দিয়ে আবারো প্রমাণ করলেন প্রাক্তন শিক্ষক তথা কৈলাশহর এর বিশিষ্ট নাগরিক শংকর হালদার।
শংকর বাবুর এই মানসিকতার ভুয়সি প্রশংসা করেছেন কৈলাশহর এর আপামর জনগণ । স্থানীয় সূত্রে জানা গেছে বিশিষ্ট নাগরিক তথা কৈলাশহর এর প্রাক্তন শিক্ষক শংকর হালদার এর আগেও বহু সেবামূলক কাজে যুক্ত ছিলেন। এক লক্ষ টাকা পেয়ে ফেরত দিয়ে প্রাক্তন শিক্ষক শংকর হালদার আত্মকেন্দ্রিক সমাজব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সৎ মানসিকতাই মনুষ্যত্বের পরিচয়।