রাজ্যে কুরবানী ঈদে বিশেষ নামাজ আদায় করোনা বিধিনিষেধ মেনে

স্টাফ রিপোর্টার, আগরতলা/চড়িলাম, ১ আগস্ট।। বরাবরের মতো এবছর হচ্ছে না পবিত্র ঈদুজ্জোহার প্রকৃত আনন্দ। দেশের সাথে রাজ্যেও পর্যায়ক্রমে চলছে লকডাউন। বিশ্ব মহামারী কোন ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে গাইডলাইন মেনে রাজ্যের বিভিন্ন মহল্লায় ঈদের নামাজ আদায় করা হয়েছে। এমনই এক দৃশ্য দেখা গেল সিপাহীজলা জেলার জম্পুইজলা মহকুমাধীন জগাইবাড়ি এডিসি ভিলেজে।

এদিকে প্রমোদনগর, অমরেন্দ্র নগর, লাঠিয়াছড়া, লুংতাংছড়াসহ সবগুলো মসজিদ এলাকাতে লকডাউন এর যাবতীয় নিয়ম কানুন মেনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। এক মহল্লার মানুষ পৃথক পৃথক ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে ঈদের নামাজ আদায় করেন ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা।
কিন্তু এ বছরের কুরবানী ঈদ উৎসব একটু ব্যতিক্রমী। ঈদ জাতীয় উৎসব হলেও এবছর করোনা নামক মহামারীর জন্য উৎসব একেবারে জোলসহীন।

কারণ রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মানুষের মনে এই মুহূর্তে অজানা আতঙ্ক বিরাজ করছে। মানুষ এই উৎসবে মেতে উঠবে না করোনা মহামারীর প্রতিরোধ গড়ে তুলবে এনিয়ে দিশাহীন সকল অংশের মানুষ। এরপরেও জাতীয় উৎসব হিসেবে রাষ্ট্রীয় আইন কানুন মেনেই ঈদ উৎসব পালন করেন তারা। মসজিদে মসজিদে কিংবা বাড়ি বাড়ি নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করেন জম্পুইজলা মহকুমার প্রতিটি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে।

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অন্যতম ধর্মীয় সংগঠন সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দ ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন বলেন পবিত্র ইদুজ্জোহারাজ্য তথা দেশের নিয়ে আসুক শান্তি ও সম্প্রীতির বার্তা পাশাপাশি বিশ্ব মহামারী কোন ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে পবিত্র নামাজের পর সকলের জন্য দোয়া করা হয় বলে জানিয়েছেন তিনি। হিন্দু- মুসলিম এবং উপজাতিদের মধ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কর্মকান্ড কোনমতেই যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য আবেদন করেন তিনি। কেউ গুজব ছড়াবেন না, কেউ যাতে গুজব না ছড়াতে পারে তার প্রতিও লক্ষ্য রাখার জন্য আবেদন করেন তিনি।

কুরবানীর মত গুরুত্বপূর্ণ উৎসব অত্যন্ত সচেতনতার সাথে সম্পন্ন করার জন্য অনুরোধ করেন তিনি। উৎসবের মধ্য দিয়ে এমন কোন কাজ যাতে প্রকাশ না পায় যার কারণে অন্যান্য ভাইয়েরা কষ্ট পাবে তা কোনোমতেই বাঞ্ছনীয় হবে না বলে মনে করেন তিনি। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রাজ্য, রাষ্ট্র এবং সারা পৃথিবীর মানুষ যাতে মুক্তি লাভ করে তার জন্য নামাজের পরে প্রত্যেকেই দোয়া করার জন্য বিশেষ অনুরোধ করেন তিনি।

এদিকে পবিত্র ইদুজ্জোহা উপলক্ষে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জম্পুইজলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা সংখ্যালঘু মুসলিম ধর্মালম্বীদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?