করোনার লক্ষণ রয়েছে এমন ৪১৪৩ জন কোভিড-১৯ পরীক্ষায় রাজি হননি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ আগস্ট।। করোনার খুঁজে বাড়ি বাড়ি সমীক্ষায় সংক্রমণের লক্ষণ রয়েছে এমন ৪১৪৩ জন কোভিড-১৯ পরীক্ষায় রাজি হননি। এদিকে, ওই সমীক্ষায় এখন পর্যন্ত সন্ধান মিলেছে ৬৫৫ জন করোনা আক্রান্তের। আগামী এক সপ্তাহে ওই সংক্রমিতদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করা হবে। আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় করোনা-র খুঁজে রেশন কার্ড ভিত্তিক বাড়ি বাড়ি সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে, ৯,২১,৮৯৫টি বাড়িতে সমীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত ৮,৭৪,৬০৯টি বাড়ি সমীক্ষা করা হয়ে গেছে। তাঁর কথায়, বাকি ৪৭,২৬৮টি বাড়ি-তে সমীক্ষার কাজ শীগ্রই সমাপ্ত হয়ে যাবে। তবে, অনেকেই রেশন কার্ড থেকে পৃথক হয়ে গেছেন। ফলে আরো ১ লক্ষ বাড়ি ওই সমীক্ষার তালিকায় যুক্ত হবে বলে মনে করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত সমীক্ষায় করোনা-র লক্ষণ রয়েছে এমন ২৩,৮৬৯ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ১৯,৭২৬ জনের নমুনা পরীক্ষা করেছে। তাতে, ৬৫৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। শিক্ষামন্ত্রীর দাবি, ৪১৪৩ জনের করোনা-র লক্ষণ রয়েছে। কিন্তু, তারা কোভিড-১৯ পরীক্ষায় সম্মত হননি। তাই, তাদেরকে আবারো পরীক্ষার জন্য বোঝানো হবে। প্রয়োজনে বার বার তাদের কাছে যাবে সরকারি কর্মী-রা এবং বুঝিয়ে পরীক্ষার জন্য রাজি করার চেষ্টা করবেন।

এদিন তিনি বলেন, বাড়ি বাড়ি সমীক্ষায় সন্ধান ৬৫৫ জন করোনা আক্রান্তের সংস্পর্শে যাঁরা ছিলেন আগামী এক সপ্তাহে তাদের খুঁজে বের করা হবে। কারণ, তাদেরও নমুনা পরীক্ষা করার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। তাঁর দাবি, দেশে একমাত্র ত্রিপুরা করোনা-র খুঁজে বৃহৎ পরিসরে সমীক্ষার আয়োজন করেছে। তাতেও সফলতাও রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?