স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ আগস্ট।। ত্রিপুরায় করোনার প্রকোপ সংবাদ মাধ্যমে একাধিক কর্মী-র দেহে ছড়িয়ে পড়েছে। চিত্র সাংবাদিক করোনায় আক্রান্ত হওয়ার পর আজ জনৈক সংবাদ কর্মীর দেহে সংক্রমণ মিলেছে। করোনা আক্রান্ত চিত্র সাংবাদিক ও ওই সংবাদ কর্মী একই বৈদ্যুতিন চ্যানেলে কর্মরত রয়েছেন।
ত্রিপুরায় ক্রমশ করোনার প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে৷ প্রতিদিন আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ সম্প্রতি অ্যান্টিজেন টেস্ট শুরু হওয়ায় করোনা আক্রান্তের অধিক মাত্রায় সন্ধান মিলছে৷ বাড়ি বাড়ি সমীক্ষা হচ্ছে৷ তাতে, লক্ষণ নজরে আসতেই সঙ্গে সঙ্গে পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে৷
আজ স্থানীয় বৈদ্যুতিন চ্যানেলের এক সংবাদ কর্মীর দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাঁর কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশি ছিল। আজ ওই চ্যানেলের পাঁচ জন কর্মী কোভিড টেস্ট করেছেন। তাতে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ করোনা যুদ্ধে সামনে থেকে লড়াইয়ে শামিল সাংবাদিক করোনা আক্রান্ত হওয়ার পর এখন সংবাদ কর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন৷ তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এদিকে, চিত্র সাংবাদিক করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বৈদ্যুতিন চ্যানেল বন্ধ রাখা হয়েছে। ওই চিত্র সাংবাদিক এখন অনেকটাই সুস্থ বলে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানিয়েছেন।