স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ আগস্ট।। করোনা মুক্ত হলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া। তাঁর স্ত্রী এবং দুই দেহরক্ষীও আজ সুস্থ হয়েছেন। ১০ দিন কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন থাকার পর আজ তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ-বিষয়ে রামপদ বাবু জানিয়েছেন, গত ২২ জুলাই তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। সাথে গোমতী জেলা সহ সভাপতি-র রিপোর্টও পজিটিভ এসেছিল। এরপর তাঁদের সকলকে গোমতী জেলায় উদয়পুর মহকুমায় চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছিল।
তিনি বলেন, প্রথম রিপোর্ট পজিটিভ আসার পর আরো একবার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাতেও রিপোর্ট পজিটিভ এসেছে। এখন পুনরায় কোভিড-১৯ পরীক্ষায় আজ রিপোর্ট নেগেটিভ এসেছে। আজকেই তাঁদের কোভিড কেয়ার সেন্টার থেকে ছুটি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।