স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৮ জুলাই।। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানা এলাকা এক যুবতীকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায় দশদা এলাকার এক যুবতী রাত নয়টা নাগাদ ঘর থেকে বের হয় প্রাকৃতিক কাজের জন্য। ঘর থেকে বের হয়ে প্রাকৃতিক কার্য করতে গেলে এক যুবক তাকে মুখে চাপা দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
অভিযুক্ত যুবকের নাম অঞ্জন চাকমা। যুবতীর সঙ্গে ওই যুবকের দস্তাদস্তি হয়। যুবতীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় ওই যুবক। যুবতীর চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। ওই সময় আত্মরক্ষার তাগিদে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায়।যুবতীটি সঙ্গে ধস্তাধস্তির সময় ওই যুবকের পকেট থেকে মোবাইল ফোনটি সেখানে পড়ে যায়। যুবতীটি চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে মোবাইল ফোনটি তুলে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি ওই যুবক।
এলাকাবাসীর তরফ থেকে বিষয়টি রাতেই কাঞ্চনপুর থানার পুলিশকে জানানো হয়। ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ ছুটে আসে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই যুবকের ফেলে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যথারীতি এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক অঞ্জন চাকমাকে জালে তুলে কাঞ্চনপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।
অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা রাতে ঘর থেকে বের হয়ে প্রাকৃতিক কার্য করতে গিয়ে যুবকের রোষাণলের শিকার হওয়া যুবতী নিজের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে।
এ ধরনের কুকর্মের জড়িত যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই যুবতী।ভবিষ্যতে কেউ যাতে কোন যুবতী বা মায়ের সঙ্গে এ ধরনের ঘটনায় লিপ্ত হতে না সাহস পায় সেজন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতেও দাবি জানানো হয়েছে।