ফের করোনা সার্ভের কাজে বাধা গ্রামবাসীদের, এবারে শান্তিরবাজারে

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৮ জুলাই।। মুখ্যমন্ত্রীর আদেশক্রমে গতকাল থেকে সারা রাজ্যজুড়ে শুরু হয় এন্টিজেন টেষ্ট। করুনা ভাইরাস দমনে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহন করেছেন। এই কর্মসূচীতে আশা কর্মী, অঙ্গনওয়াড়ী কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। এই টিমগুলি সকলের বাড়ী বাড়ী গিয়ে লোকজনদের স্বাস্থ্যের খবর নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। এর মধ্যে যেই সকল লোকজনদের করোনা টেষ্টের প্রয়োজন হয় তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে টেষ্ট করানো হয়। করোনা সার্ভের আজ দ্বিতীয়দিনে শান্তিরবাজার মহকুমার পতিছড়ী গাজি পাড়াতে গিয়ে এলাকাবাসীর বাধার সন্মুখিন হতে হয়েছে সার্ভে টিমের কর্মীদের। এলাকাবাসী রাস্তা অবরোধ করে দপ্তরের লোকজনদের গ্রামে প্রবেশে বাধা দেয়। গ্রাবাসীর মনে একটাই আতঙ্ক বিরাজমান এই কর্মীরা বাড়ী বাড়ী গিয়ে লোকজনের পজেটিভ বলে ১৪ দিনের জন্য কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাবে। সচেতনার অভাবেই আজ গ্রামবাসীরা এইভাবে পথ অবরোধ করেছে। এরইমধ্যে কিছু সংখ্যক অসাধু লোকজন মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে বিফল করার জন্য গ্রামের লোকজনদের ইন্ধন যোগিয়ে যাচ্ছে বলে অভিমত অভিজ্ঞ মহলের। আজকের এই অবরোধের পর সার্ভে টিমে নিয়োগ লোকজনেরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও মনপাথর ফাঁড়ী থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী, শান্তিরবাজার পুলিশের এস ডি পি ও সহ ফাঁড়ী থানার কর্তব্যরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। সকলে মিলে দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ লোকজনদের বোঝানোর পর গ্রামবাসী পথ অবরোধ মুক্ত করেন ও করোনা সার্ভে টিমকে গ্রামে প্রবেশের অনুমতি দেন। জানা যায়, এইগ্রামে মোট ২৮ পরিবারের লোকজন বসবাস করে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আরক্ষা প্রসাশনের সহযোগীতায় এই গ্রামে সার্ভের কাজ শুরু করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?