স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৮ জুলাই।। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল সিধাই থানা এলাকার তেবাড়িয়া গ্রামের অগ্নিদগ্ধ গৃহবধূ। মৃতার নাম কাজল সরকার।গত বুধবার সকালে পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল গৃহবধূ নিজেই।
তার স্বামী তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে। আগুন নেভাতে গিয়ে স্বামীর হাত পুড়েছে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ তার আগুন লাগানোর কথা স্বীকার করেছিল। অগ্নিদগ্ধ গৃহবধূকে বুধবার থেকে জিবি হাসপাতালে চিকিৎসা চলছিল। টানা ছয় দিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মঙ্গলবার সকাল নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে অগ্নিদগ্ধ কাজল সরকার।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তেবাড়িয়া গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অবশ্য এ ব্যাপারে কোনো তরফেই এয়ারপোর্ট থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। গৃহবধূ জেহাদের বসে নিজেই গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করায় এ ব্যাপারে পুলিশ মামলা গ্রহণ করেনি। মৃতার স্বামী জানিয়েছেন অগ্নিদগ্ধ স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন।
টানা ছয়দিন জিবি হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা চালিয়েও তাকে শেষ রক্ষা করতে পারেননি। তার মৃত্যুতে শোকগ্রস্ত স্বামী আত্মীয় পরিজন। সামান্য পারিবারিক কলহের জেরে জেহাদ করে গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে গার্হস্থ্য হিংসাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে।