গুজবের বশে তেলিয়ামুড়ার রাঙ্খলপাড়ায় করোনা সার্ভে বাধা দিল জনতা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৮ জুলাই।। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকা গুলোতে কোভিড ১৯ এর এন্টিজেন টেস্ট করার উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মূলে রাজ্যের বিভিন্ন জায়গার ন্যায় তেলিয়ামুড়া মহকুমাতে ও চলছে সার্ভে। আর এই সার্ভে কে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সার্ভের কাজে নিযুক্ত আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রতিনয়ত এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এমনই এক ঘটনা ঘটলো তেলিয়ামুড়া ব্লকের অধীন রাঙ্খল পাড়া এলাকায়। মঙ্গলবার বেলা আনুমানিক প্রায় সাড়ে বারোটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকা জুড়ে দীর্ঘ কয়েক দিন ধরে ভুল বার্তা ছড়িয়ে আছে যে এন্টিজেন  টেষ্ট করলেই নাকি শরীরে পাওয়া যাচ্ছে জীবাণু। আর সেই ভুল বার্তার মাশুল দিতে হচ্ছে সার্ভে কাজে নিযুক্ত স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। এমনি চিএ দেখা যাচ্ছে সার্ভের কাজে নিযুক্ত কর্মীদের সার্ভে না করেই বাড়ি মুখি হতে হচ্ছে। আজ রাঙ্খল পাড়াতে সার্ভের কাজে নিযুক্ত কর্মীরা এমনকি তাদের উপর চড়াও হয়ে পিছু ধাওয়া করে। পরে ঐ এলাকাবাসীরা তেলিয়ামুড়া- দেবথাং রাস্তা অবরোধ বসে রাঙ্খল বাজারে।এই খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তৎসঙ্গে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস। এবং ঐ এলাকায় গিয়ে প্রশাসনের তরফ থেকে মুক্ত করার জন্য আহ্বান জানালে দীর্ঘ দেড় ঘণ্টা পর পথ অবরোধ মুক্ত করে দিলেও সার্ভে কর্মীদের সার্ভে করতে দেয়নি এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ সর্বে কর্মীদের হাতের গ্লাভস , এ শরীরে যাতে পিপিকিট পড়ে যাতে সার্ভে করা হোক ঐ এলাকাতে। এলাকাবাসী আরও জানান, কোভিড১৯ টেস্ট করা মানেই নাকের ভেতর দিয়ে নল ঢুকিয়ে পরীক্ষা করা।এই গুজবের কারণেই সার্ভে কর্মীরা সার্ভে কাজে গিয়ে বার বার এলাকাসীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?