স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। বহুল চর্চিত চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলায় রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি বিনীত শরণ-র বেঞ্চ সব পক্ষের বক্তব্য শুনেছেন। এ-বিষয়ে ত্রিপুরা সরকারের আইন সচিব বিশ্বজিৎ পালিত আশা প্রকাশ করে বলেন, খুব শীগ্রই আদালত রায় ঘোষণা দেবে।
প্রসঙ্গত, সুপ্রিমকোর্ট ত্রিপুরা সরকারের কাছে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে অবস্থান স্পষ্ট করার জন্য হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল। ত্রিপুরা সরকার ইতিমধ্যে হলফনামা জমা দিয়েছে। আজ আদালতে সব পক্ষের আইনজীবী নিজেদের বক্তব্যের স্বপক্ষে সওয়াল করেছেন।
ত্রিপুরা সরকার চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে সর্বোচ্চ আদালতে প্রয়োজন এবং ন্যায্যতা অনুসারে নিয়োগ বিধিমালায় অন্যান্য শর্তে শিথিলকরণের অনুমতি দেওয়ার জন্য ত্রিপুরা সরকার অনুমতি চেয়েছে। পাশাপাশি, বয়সের শিথিলকরণ, বিভিন্ন সরকারি দফতরে অনুমোদিত নন-টেকনিক্যাল শূন্য পদে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রেও সম্মতি চেয়েছে।
হলফনামায় সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানানো হয়েছে, যোগ্যতার শর্ত পূরণে এবং বয়স যেখানে শিথিলযোগ্য প্রয়োজন সেখানে রাজ্য সরকারকে ত্রিপুরা সরকারের অনুমোদিত গ্রুপ-সি, গ্রুপ-ডি শূন্য পদে চাকরিচ্যুত শিক্ষকদের বিবেচনা ও নিয়োগের অনুমতি দিন। এমন-কি, কোনও বিজ্ঞাপন ছাড়াই সরাসরি যোগ্যতা অনুসারে শূন্য পদে তাঁদের নিয়োগ করতে ত্রিপুরা সরকারকে অনুমতি দেওয়ার আবেদন জানিয়েছে। আজ আদালতে ওই আবেদনের উপর ত্রিপুরা সরকারের পক্ষে আইনজীবী সওয়াল করেছেন।
আইনমন্ত্রীর দাবি, সমস্ত দিক চিন্তা করে পরীক্ষা-নিরীক্ষার পর মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা শেষে চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে সুপ্রিমকোর্টে হলফনামা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত বিবেচনা করে রায় দিলেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে ত্রিপুরা সরকার প্রস্তুত।
এদিন আইন সচিব বিশ্বজিৎ পালিত বলেন, আজ সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। তবে শীগ্রই ইতিবাচক রায় ঘোষণা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মামলায় পক্ষভুক্ত চাকুরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ পালও তাঁদের পক্ষেই আদালত রায় ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেন।