স্টাফ রিপোর্টার, ধর্মনগর/ আমবাসা, ২৪ জুলাই।। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কামেশ্বরে একটি অলটো এবং ট্রিপারের মধ্যে সংঘর্ষে চার যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন। জানা যায় ট্রিপার গাড়িটি দ্রুত বেগে এসে অলটো গাড়িকে সরাসরি ধাক্কা দেয়। তাতে অলটো গাড়ির চারজন যাত্রী গুরুতরভবে আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।চালকদের দ্রুতগামী তা এবং অসাবধানতার কারণেই ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ধর্মনগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ধলাই জেলার আমবাসায় আসাম আগরতলা জাতীয় সড়কে বোলেরো গাড়ি একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। তাতে দুজন যাত্রী গুরুতরভবে আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোলেরো গাড়ির চালক দীপঙ্কর দেবনাথ জানান উল্টোদিক থেকে অটোরিকশাটি নিয়ন্ত্রণহীনভাবে আসছিল। পরিস্থিতি বেগতিক দেখে অটোরিকশাকে বাঁচাতে গিয়েই রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে বোলেরো গাড়িটির। আমবাসা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।