স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুলাই।। রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর বিপণিবিতানের কাছে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম যশোদা বিশ্বাস। মাসাধিককাল ধরে ওই বৃদ্ধা চন্দ্রপুর বিপণিবিতান এলাকায় অবস্থান করছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ভবঘুরে ওই মহিলার অবস্থান সম্পর্কে স্থানীয় জনগণ অবগত ছিলেন। হঠাৎ ঐ মহিলা নড়াচড়া করছে না দেখে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ এগিয়ে যান। তখন তারা দেখেন তার প্রাণ নেই। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় পূর্ব আগরতলা থানায়। চন্দ্রপুর বিপণিবিতানের পাশে বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে থানার পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে করোনা আতঙ্কের কারণে মৃতদেহটি উদ্ধারের জন্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ দলকে এখানে ডেকে আনা হয়। বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিভাবে ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পূর্ব থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।