স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ জুলাই।। বিশালগড় থানা এলাকার পাথারিয়াদাঁড়ায় সঙ্ঘবদ্ধ হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। আহত মহিলার নাম শিল্পী সরকার। অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায় শিল্পী সরকারের একটি গবাদি পশু প্রতিবেশী কিরণ বাউলের ফসল খেয়ে ফেলে। এরই জের ধরে কিরণ বাউল ও তার পরিবারের লোকজনরা শিল্পী সরকারের ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালায়। তাতে শিল্পী সরকার গুরুতরভাবে আহত হয়। সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা শিল্পী সরকারকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দেন। বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। আক্রান্ত শিল্পী সরকার অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ করে বিশালগড় থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে। সামান্য ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীর ওপর এধরনের নির্মম ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে।