স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুলাই।। রাজধানীর মেলারমাঠে সিপিআইএমের আন্দোলন কর্মসূচিতে পুলিশের বাধা দানের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিপিআইএম বৃহস্পতিবার মেলারমাঠে এক প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংগঠিত করার চেষ্টা করে। তখন ঐ পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। তাতে উত্তেজিত হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা বাকবিতণ্ডায় লিপ্ত হন। পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএমের নেতৃবৃন্দ। দলীয় নেতা মানিক সরকার এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে বলেন রাজ্যে আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। তিনি বলেন আন্দোলন করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে।সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিপিআইএম মেলারমাঠে আন্দোলন করার সময় পুলিশের বাধা দানের ঘটনা অত্যন্ত নিন্দাজনক বলে তিনি অভিহিত করেছেন। এ ধরনের ঘটনা সংঘটিত করে সিপিআইএমের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সিপিআইএম রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তিনি উল্লেখ করেন। আন্দোলনের অধিকার হরণের প্রতিবাদে রাজ্যজুড়ে প্রত্যেক নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভে সামিল হতেও তিনি আহ্বান জানিয়েছেন। এদিন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। এ ধরনের কার্যকলাপ প্রত্যক্ষ করে পথচারীরাও রীতিমত হতভম্ব হয়ে পড়েন। এদিকে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই সিপিআইএম আন্দোলন কর্মসূচি বজায় রেখে চলেছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।