স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুলাই।। বামুটিয়া গান্ধীগ্রাম এর ফরেস্ট ট্রেনিং ডিভিশনে প্রতিনিয়তই বসে মদের আসর। দীর্ঘদিন ধরেই এ ধরনের অভিযোগ ওঠে আসছে। ফরেস্ট ট্রেনিং ডিভিশনের আধিকারিক এই অভিযোগের সত্যতা পেয়েছেন। অফিসের চার কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে মদমত্ত অবস্থায় গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। জানা গেছে অফিস চলাকালে অফিসের ভিতরে মদের আসর বসিয়েছিল ওই চার কর্মচারী। অফিস কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ৪ কর্মচারীর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মদমত্ত অবস্থায় অফিস থেকে আটক চারজনকে ডাক্তারি পরীক্ষা করানো হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ আধিকারিক। অফিস চলাকালীন সময়ে অফিসের ভিতরে মদের আসর বসানোর ঘটনাকে কেন্দ্র করে কর্মচারী মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ধরনের কার্যকলাপ গোটা কর্মচারী সমাজকে কলুষিত করার অপপ্রয়াস বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। ভবিষ্যতে যাতে কোন অফিসে মদের আসর কিংবা অন্য কোনো নেশার আসর না বসে সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেও জোরালো দাবি উঠেছে।