স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৩ জুলাই।। আজ সকাল নয়টা নাগাদ এএস১১-ডিসি৫৪৮৫<br>
নম্বরের কয়লা বোঝাই করা বারো চাকার ট্রাক রাখাল তলী থেকে ফেরার পথে কুলাই বাজারে ধলাই নদীর উপর লোহার সেতুটি ভেঙ্গে পরে। জানা যায় আজ সকালেই এই ট্রাকটি ৩৫ টন কয়লা নিয়ে এই সেতুর উপর দিয়ে গিয়েছিলো কমলপুরে একটি চা পাতা বাগানে কয়লা খালি করার কথা। কিন্তু রাখাল তলী এলাকার লোহার সেতুর অবস্থা খারাপ দেখে আবার আমবাসায় ফিরে আসার পথে ঘটে এই ঘটনা। গাড়ির চালক ও সহ চালক সুস্থ আছে তাদের বাড়ি আসাম রাজ্যের শিলচরের কাঠিগড়া এলাকায়।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক পরিমল দেব্বর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চ্যায়ারমেন সুচিত্রা দেব্বর্মা সমাজসেবী গোপাল সূত্রধর পূর্ত দপ্তরের আধিকারিক প্রমুখ। তবে কবে নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে তা কেউ বলতে পারে না। এখন থেকে বিকল্প সড়কেই যান চলাচল করবে বলে জানিয়েছেন স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিক।