স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ জুলাই।। মঙ্গলবার তেলিয়ামুড়া থানায় এক শিশু কন্যাকে ধর্ষণ করার মতো গুরুতর অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। যদিও এই ঘটনাটি ঘটে আনুমানিক এক পক্ষকাল পূর্বে। নরপশুর দ্বারা জোরপূর্বক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায়এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এই ঘটনার বিবরণ দিয়ে জানায়, তেলিয়ামুড়া থানাধীন জারুলং বাড়ি গ্রামের বাসিন্দা জৈনক উপজাতি সম্প্রদায়ের ব্যক্তির সাত বছরের শিশু কন্যাকে একই গ্রামের বাসিন্দা রাজেন্দ্র দেববর্মার ছেলে ধনঞ্জয় দেববর্মা (২৪) ধর্ষণ করে। ঐদিন সকালে শিশুকন্যা নদীর পাশে প্রাকৃতিক কার্য সারতে গেলে অভিযুক্ত যুবক পাশের জঙ্গলে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায় ও ধর্ষণ করে। ঘটনার পর ভয় ভীতি প্রদর্শন করে এই ব্যাপারে কাউকে কিছু যদি জানায় তবে প্রাণ নাশ করা হবে। এতদিন ভয়ে কাউকে কিছু না বললেও সোমবার এই শিশুকন্যা তার মাকে সমস্ত বিষয় জানায়। পরে গ্রামের মুরুব্বীদের ঘটনাটি জানালে এই ব্যাপারে সালিশি সভার মাধ্যমে মীমাংসা করতে চাইলেও মীমাংসা হয়নি ঘটনার। ফলে এক প্রকার বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। তেলিয়ামুড়া থানায় দায়ের করা মামলা নম্বর ৭৭/২০২০। পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওই যুবক শিশু কন্যার মাসিকেও ধর্ষণ করার চেষ্টা করে। যদিও চিৎকার চেঁচামেচি করে ঐ জায়গা থেকে পালিয়ে আসে শিশুর মাসি। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।