স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২২ জুলাই।। রেশনে বরাদ্দ করা আঁটা প্লাস্টিকের বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং সরকারি নায্যমূল্যের দোকান থেকে এক গ্রাহক আঁটা ক্রয় করে নিয়ে যায়। পরবর্তী সময় ঐ গ্রাহক আঁটা গুলি প্লাষ্টিকের বলে রেশন কতৃপক্ষের দ্বারস্থ হয়। প্লাষ্টিকের আঁটা সন্দেহে রেশন কর্তৃপক্ষ ঐ গ্রাহককে শান্তিরবাজার মহকুমাশাসকর কার্যালয়ে যাবার পরামর্শ দেন। গ্রাহক এই ব্যাপারে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে খাদ্য দপ্তরকে জানান। ঘটনার খবর পেয়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা রেশনে গিয়ে আঁটার নমুনা সংগ্রহ করে আগশান্তিরবাজারেরতলায় পরীক্ষার জন্য প্রেরণ করে বলে জানান রেশন কতৃপক্ষ। এর ফলাফল আসা পর্যন্ত রেশন সোপে আঁটা বিক্রি বন্ধের পরাপর্শ দেশ খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের আদেশ অনুসারে বর্তামানে রেশনে আঁটা বিক্রি বন্ধ করে রেখেছে বলে জানান রেশন কতৃপক্ষ।