কর্ণেল মহিম ঠাকুরের ১৫৬তম জন্ম জয়ন্তীতে পুর সাফাই কর্মীদের সম্মাননা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুলাই৷৷ কর্ণেল মহিম ঠাকুরের ১৫৬তম জন্ম জয়ন্তী বুধবার করোনা পরিস্থিতিতেও সংক্ষিপ্ত আকারে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে৷ আগরতলায় কর্ণেল  চৌমুহনিতে কর্ণেল মহিম ঠাকুর সংস্থা এবং আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে কর্ণেল মহিম ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হয়৷ এ বছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি৷ সামাজিক দূরত্ব বজায় রেখে এবছর কর্ণেল মহিল ঠাকুরের জন্ম দিনে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের সম্মাননা জ্ঞাপন করা হয়৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তরা জানান, করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে৷ এই পরিস্থিতিতে বড় ধরনের কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই৷ জীবনের ঝুঁকি নিয়ে পুর নিগমের সাফাই কর্মীরা নিরলসভাবে শহর এলাকাকে জঞ্জাল মুক্ত রাখার প্রয়াস জারি রেখেছেন৷ সেই কারণেই পুর সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?