নতুন প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে ২ কিমি এলাকায় নৈশ কারফিউ-র সময়সীমা বাড়াল রাজ্য সরকার। এখন থেকে রাত ৯টা থেকে সকাল ৫টা-র বদলে ওই এলাকায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নৈশ কারফিউ বলবৎ থাকবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সাফ জানিয়েছিলেন, সীমান্ত এলাকায় করোনা-র সংক্রমণ ক্রমশ বাড়ছে। তাই, নতুন করে বিধি নিষেধ আরোপ করা হবে। তাঁর ওই ঘোষণার কিছুক্ষনের মধ্যে ত্রিপুরার মুখ্য সচিব মনোজ কুমার সীমান্ত এলাকায় নৈশ কারফিউ-র সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছেন। ত্রিপুরায় হঠাৎ করোনা-র সংক্রমণ বাড়ছে। ফলে, প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। বিভিন্ন জেলা থেকে সরকারি নিয়ম উল্লঙ্ঘনের তথ্য মিলেছে। ফলে, এই মুহুর্তে কঠোর না হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ত্রিপুরায়, সিপাহীজলা, গোমতী জেলে বাদে এখন হঠাৎ করে খোয়াই জেলায় করোনা-র সংক্রমণ বেড়েছে। ওই তিনটি জেলা বাংলাদেশ সীমান্ত ঘেরা। ফলে, সরকারি বিধিনিষেধ কঠোর ভাবে পালনে নির্দেশিকা জারি করেছে ত্রিপুরা সরকার। মুখ্য সচিবের বিজ্ঞপ্তি অনুসারে, ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তে ২ কিমি এলাকায় নৈশ কারফিউ সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকবে। বাকি এলাকায় সংশ্লিষ্ট জেলা শাসক রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত নৈশ কারফিউ-এ বিজ্ঞপ্তি নতুন করে জারি করবেন। এছাড়া, অন্য সমস্ত নিয়ম একইভাবে পালন করতে হবে।