নতুন প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ আগামীকাল করোনার চিকিৎসায় ১৬টি ভেন্টিলেটর ত্রিপুরায় পৌঁছাবে৷ কেন্দ্রীয় সরকার ওই ভেন্টিলেটর পাঠিয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষা তথা আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, কোভিড-১৯ মোকাবিলায় ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকারের কাছে ৩৭টি ভেন্টিলেটার চেয়েছিল৷ কেন্দ্রীয় সরকার ১৬টি ভেন্টিলেটর পাঠিয়েছে৷ আগামীকাল ওই ভেন্টিলেটরগুলি ত্রিপুরায় পৌঁছবে, জানান তিনি৷ আজ শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৪২৮ জন৷ তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন ৮০৮ জন এবং গৃহে একান্তবাসে ৫৩৫৪ জন রয়েছেন৷ তিনি বলেন, আজ পর্যন্ত মোট ৫৮,৩২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে ৫৬,৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাদের মধ্যে ১২৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷ এই পজিটিভদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৮০৭ জন৷ তাঁর কথায়, এখন পর্যন্ত ত্রিপুরায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার হার ৬৫.০২ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে ১৪,২২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তিনি বলেন, আজকের দিনে ১৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ নমুনা পরীক্ষা চলছে ৮৫০ জনের৷ আজ ২৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পর ছাড়া পেয়েছেন৷ এবিষয়ে তিনি জানান, উদয়পুর পিআরটিআই থেকে ৪ জন, হাঁপানিয়া কোভিড সেন্টার থেকে ৬ জন এবং বিএসএফ হাসপাতাল থেকে ৮ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে ছুটি পেয়েছেন৷ শিক্ষামন্ত্রী জানান, আজ চোরাইবাড়ি চেকপোস্ট দিয়ে ৪৩৮ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এর মধ্যে ১৩০ জন ট্রাক ড্রাইভার, ২৯ জন রোগী এবং ২৬৯ জন সাধারণ নাগরিক৷ দামছড়া দিয়ে প্রবেশ করেছেন ১২ জন৷ তাছাড়া আজ চোরাইবাড়ি গেট দিয়ে ৩৭৩টি গাড়ি রাজ্যে প্রবেশ করেছে৷ তিনি বলেন, গতকাল যে ১৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় এর মধ্যে পশ্চিম জেলার ৪ জন, সিপাহিজলা ৩ জন, খোয়াই জেলার ৫ জন, ধলাই জেলার ১ জন, ঊনকোটি জেলার ১ জন এবং উত্তর জেলার ২ জন রয়েছেন৷ তাঁর কথায়, বর্তমানে যে ৪২৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে আজ ৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ করোনা রোগীদের সুস্থ হওয়ার হারও দিন দিন বাড়ছে৷ তিনি জানান, আজ চেন্নাই থেকে ৪০০ জন যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশে একটি ট্রেন রওয়ানা হয়েছে৷ আগামী ২৫ জুন এই ট্রেনটি রাজ্যে পৌঁছার সম্ভাবনা৷ ট্রেন ফেরত সকল যাত্রীর নমুনা পরীক্ষা করা হবে, জানিয়েছেন মন্ত্রী৷