পারিবারিক কলহের জেরে ধর্মনগরে বিষপানে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

নতুন প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এক গৃহবধূ৷ গৃহবধূটির নাম জেসমিনা বেগম, স্বামীর নাম সাহেমার মিঞা৷ জানা যায় মাত্র ৬ মাস আগে ভাগ্যপুরের সাহেমার মিঞার সঙ্গে সাকাইবাড়ির জেসমিনা বেগমের সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল৷ স্বামী সাহেমার মিঞা একজন ব্যবসায়ী৷ বিয়ের কিছু দিন পর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়৷ প্রায় মাস খানেক আগে গৃহবধূ জেসমিনা বেগমকে মারধর করে গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছিল তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা ৷ এই ব্যাপারে ধর্মনগর থানায় মামলাও দায়ের করা হয়৷ ঘটনার পর জেসমিনা বেগম বাপের বাড়িতে আশ্রয় নেয়৷ মঙ্গলবার সকালে জেসমিনার স্বামী সাহেমার মিঞা তাকে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যায়৷ এদিন সকালেই গৃহবধূ জেসমিনা বেগম ধর্মনগর পূর্ব বাজারস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের শাখার পাশে বিষপান করে মাটিতে লুটিয়ে পড়ে৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনীর জওয়ানরা এসে মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে মহিলার ভাই কালাম চৌধুরী জানান, পারিবারিক কলহের জেরেই ঘটনাটি ঘটেছে৷ এই ব্যাপারে ধর্মনগর থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কেন এই ঘটনা সংঘটিত হলো সেই সম্পর্কে পুলিশ এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?