নতুন প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ৫ দফা দাবিতে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে৷ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন, অল ইন্ডিয়া মহিলা সাংসৃকতিক সংগঠন ও ইয়থ্ অর্গানাইজেশন ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া মহিলা সাংসৃকতিক সংগঠনের সম্পাদিকা শিবানী দাস বলেন, রাজ্যে লকডাউন পরিস্থিতিতেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে৷ গার্হস্থ্য হিংসা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ খুন সন্ত্রাস চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি প্রতিনিয়ত বৃদ্ধি বাড়ছে৷ অভিলম্বে এই সব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড়ালো দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি রাজ্যে মাদক দ্রব্য নিষিদ্ধ করার জন্য সংগঠনগুলির পক্ষ থেকে রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখতে আরক্ষা প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের দাবিও জানানো হয়েছে৷ দায়িত্বপ্রাপ্ত পুলিশের মহানির্দেশক এই সব বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্থ করেছেন৷