নতুন প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচি অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় ভানু ঘোষ স্মৃতি ভবনে কৃষক সভার পক্ষ থেকে ৫ দফা দাবিতে রাষ্ট্রপতির কাছে ই-মেইল বার্তা পাঠানো হয়েছে৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক সভার সাধারণ সম্পাদক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ ই-মেইল প্রদান উপলক্ষ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কৃষক সভার রাজ্য সাধারণ সম্পাদক নারায়ণ কর বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করায় কৃষক শ্রমিক সহ মেহনতি অংশের মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হয়েছেন৷ এই সব সমস্যা সম্পর্কে কেন্দ্রীয় সরকার অবগত থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷ সেই কারণেই এই সব বিষয়ে রাষ্ট্রপতির নজরে আনা জন্য কৃষক সভার পক্ষ থেকে গোটা দেশেই আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে ই-মেইল বার্তা পাঠানো হয়৷ কৃষক সভার রাজ্য সম্পাদক দাবি জানিয়েছেন যেসব পরিবার সরকারকে ট্যাক্স দেয় না সেই সব পরিবারকে বিনামূল্যে রেশন সরবরাহ এবং ৬ মাস পর্যন্ত একাউন্টে ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করতে হবে৷ রেগা প্রকল্পে গ্রামীণ এলাকায় বছরে ২০০ দিনের কাজ এবং শহর টুয়েপ প্রকল্পে ২০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে৷ মজুরি বৃদ্ধি করে ৩০০ টাকা করতে হবে৷ এই সব দাবিতে দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷