নতুন প্রতিনিধি, মুম্বই, ২০ জুন।। মহারাষ্ট্রের মুম্বইয়ের শহরতলিতে করোনার মারণ দৌরাত্ম্য অব্যাহত। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মুম্বই শহরতলির পাঁচটি জায়গায় ফের নতুন করে লকডাউন জারি করা হলো।শনিবার রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, শহরতলির সমতানগর, কুরার, আপ্পা পাড়া, মের, মালাডে কঠোরভাবে পুনরায় লকডাউন জারি করা হয়েছেরা। জরুরী ও অত্যাবশ্যক পরিষেবা বাদে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে।গোটা এলাকাগুলিকে ধরে ধরে সিল করা হয়েছে। শহরের ধারাবি এবং বরেলিতে করোনা নিয়ন্ত্রণ করা গিয়েছে। কিন্তু মুম্বইয়ের শহরতলীতে অব্যাহত করোনার দাপট। সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।শুক্রবার মুম্বইয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১২৬৯। একদিনে নিহত ১১৪। জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।